রবিবার, ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ *** শুল্ক নিয়ে সরাসরি আমেরিকার সঙ্গে যোগাযোগ করবেন ড. ইউনূস *** খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বানে বিরল ‘ফতোয়া’ জারি *** ‘দুই নেতার বৈঠকের পর সম্পর্কের বরফ কতটা গলছে’ *** আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি *** এখন থেকে কাদের সিদ্দিকী ‘জয় বাংলা’ বলবেন যে কারণে *** এবার ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী *** বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি *** আমেরিকান শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আহ্বান

ওয়ানডে বিশ্বকাপ কাপ ২০২৩

বিশ্বকাপের আগে নতুনরূপে কলকাতার ইডেন গার্ডেন্স

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

চলতি বছর ওয়ান ডে বিশ্বকাপের (বিশ্বকাপ-২০২৩) আসর বসছে পাশের দেশ ভারতে। আসন্ন এই খেলার আসরকে কেন্দ্র করে নতুন করে সেজে উঠছে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম।

ক্লাবহাউস সম্পূর্ণ পরিবর্তন করে নতুনরূপে সাজানো হচ্ছে। বসছে নতুন সিট ও তৈরি হচ্ছে নতুন লাউঞ্জ। পালটে ফেলা হচ্ছে কর্পোরেট বক্সের দৃশ্য। বসছে নতুন স্কোরবোর্ডও। বিশ্বকাপের সময় ইডেনের ‘জে’ ব্লকে নতুন বৈদ্যুতিক স্কোরবোর্ড থাকবে। এতে করে ইলেকট্রনিক স্কোরবোর্ড হবে দুইটি।

এরমধ্যে গত শনিবার (৫ আগস্ট) ইডেন গার্ডেন্স পরিদর্শন করতে আসেন আইসিসি ও ভারতীয় বোর্ডের সতেরো জনের একটি যৌথ টিম। পরিদর্শন শেষে ইডেনের ব্যবস্থাপনা নিয়ে আইসিসি কর্তারা সন্তুষ্টি প্রকাশ করেন। সেপ্টেম্বর মাসে প্রস্তুতি চূড়ান্ত করতে ইডেন পরিদর্শনে আসছে আইসিসি।

পরিদর্শন শেষে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলী গণমাধ্যমকে বলেন, ‘‘আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে। কিন্তু যে গতিতে ইডেন সংস্কারের কাজ এগোচ্ছে, তাতে সেটা তার আগেই হয়ে যাবে বলে মনে হচ্ছে। ক্লাবহাউসের কাজ প্রায় শেষ। কর্পোরেট বক্স আরও উন্নত করে ফেলা হয়েছে। গ্যালারির তলায় আধুনিক ফুডকোর্ট থাকবে। মাঠের বাথরুমের সাজসজ্জা পুরো বদলে ফেলছি আমরা। সেবন করা পানির উন্নত বন্দোবস্ত থাকবে।’’

উল্লেখ্য, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ কাপ-২০২৩ এ এখন পর্যন্ত সাতটি দল চূড়ান্ত করা হয়েছে। তা হলো- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান। তিনটি নকআউট ম্যাচসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে। বিশ্বকাপের জন্য বিসিসিআই মোট ১২টি স্টেডিয়ামের তালিকা তৈরি করেছে। তালিকায় অন্তর্ভুক্ত ভেন্যুগুলি হলো আমেদাবাদ, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, রাজকোট, ধর্মশালা, মুম্বাই, লখনউ, হায়দ্রাবাদ ও ইন্দোর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।



বাংলাদেশ ভারত ওয়ানডে বিশ্বকাপ ইডেন গারডেন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন